শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা
ঘোড়াঘাটে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমকে বদলি জনিত বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার ২৭ জুলাই দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সানহানার সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র, ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টূ প্রমুখ। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ৩০ সেপ্টেম্বর ২০২০ সালে যোগদান করেন। বর্তমানে তিনি বদলি হয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন। অপরদিকে এ উপজেলায় রংপুর বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাওছার হাবীব ইউএনও হিসেবে যোগদান করবেন।
ঘোড়াঘাটে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
শুক্রবার ২৮ জুলাই দুপুরে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউপির সিংগানলা এলাকায় কথিত মোজাম বিনোদন পার্কের মালিক মোজাম্মেল হকের আম বাগান থেকে থেকে এ লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই নারীর পরনে কালো রঙের শাড়ি ছিল। তার আনুমানিক বয়স ৩৮ বছর বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮ টার স্থানীয়রা গ্রাম পুলিশের মাধ্যমে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।