শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শিক্ষা উপকরণ বিতরণ
মিরসরাইয়ে শিক্ষা উপকরণ বিতরণ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলা এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীদের সহযোগীতায় শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ ছত্তরুয়া আদর্শ গ্রাম নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরীফ, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
দক্ষিণ ছত্তরুয়া আদর্শ গ্রাম নূরানী মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু’র সভাপতিত্বে এবং এসএসসি-২০০২ ব্যাচের সদস্য ও সংবাদ কর্মী মাঈনুদ্দিন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা এসএসসি- ২০০২ ব্যাচের শিক্ষার্থী প্রবাসী এমরান হক, সাইফুল ইসলাম, সালাউদ্দিন, ব্যবসায়ী নিজাম উদ্দিন, জাহিদুল আজিজ নাহিদ, মুহিত চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন, সহকারী শিক্ষক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল, সহকারী শিক্ষক মজিবুর রহমান ও সামিনা আক্তার।
এসময় কোরআন তিলাওয়াত, গজল, সাধারন জ্ঞান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসএসসি-২০০২ ব্যাচের সদস্য ও ফ্রান্স প্রবাসী সালাহউদ্দিন জানান, মিরসরাই উপজেলা এসএসসি-২০০২ ব্যাচ সবসময় মানবিক কাজের সাথে ছিলো, আছে এবং থাকবে। তাঁরই ধারাবাহিকতায় কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সুবিধাবঞ্চিত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে আগামীতে সবরকম সহযোগিতার আশ্বাস দেন ২০০২ ব্যাচের শিক্ষার্থী সালাহউদ্দিন।