রবিবার ● ৩০ জুলাই ২০২৩
প্রথম পাতা » ঢাকা » ভূমিহীনদের ঘর নির্মান কাজে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ঢাকায় মানববন্ধন
ভূমিহীনদের ঘর নির্মান কাজে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ঢাকায় মানববন্ধন
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল ২৯ জুলাই-২০২৩ তারিখ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর উদ্যোগে বেড় উপজেলায় ভূমিহীনদের ঘর নির্মান কাজে ব্যাপক লাগামহীন দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল আমিন। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, সাতক্ষীরা জেলার সভাপতি মো. আব্দুর সাত্তার, সিরাজগঞ্জ জেলার সভাপতি মো. সিরাজ মোল্লা, পাবনা জেলার সাধারণ সম্পাদক মো. ফারহান সুলতান সাগর, জামালপুর জেলার সভাপতি মো. আনিছুর রহমান, নেত্রকোনা জেলার সভাপতি মো. মতিন শেখ, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, মো. সোহেল মিয়া, মো. ফজলু মিয়া, মো. রাশেদুল ইসলাম, মো. আজগর আলী, মো. আহাদ মিয়া ও মো জামাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেড়া উপজেলায় ভূমিহীনদের ঘর নির্মান ও বন্টনে লাগামহীন দুর্নীতি সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেড়া উপজেলায় ভূমিহীনদের ঘর নির্মানে ব্যাপক দুর্নীতি, যেমন ১২ মিলি রড দেওয়ার কথা, দেওয়া হয়েছে ১০ মিলি, ৮ মিলি রডের রিং মাত্র দুইটা রিং দেওয়া হয়েছে কলমে। নিন্ম মানের নির্মান সামগ্রী দিয়ে ঘর নির্মান করায় ঘরে অনেক ক্ষতি হয়েছে, যেমন দেওয়াল ফাটল ধরেছে ঘরের চালের বাটাম ভেঙ্গে গিয়েছে ও ভূমিহীনদের ঘর বন্টনে প্রকৃত ভূমিহীনরা না পেয়ে যাদের ছেলে সন্তান সরকারি চাকুরী করে ও নিজস্ব বাড়ী আছে তাদের কে ঘর দেওয়া হয়েছে। বেড়া উপজেলায় বেরিবাধের দুই পাশে লক্ষ লক্ষ ভূমিহীন থাকা সত্ত্বেও বেড়া উপজেলায় ঘর বন্টনে বৃত্তহীন ভূমিহীন নেত্রীবৃন্দকে রাখা হয় নাই ও টাকার বিনিময়ে অন্যদেরকে ঘর দেওয়া হয়েছে যারা ভূমিহীন না। জমি অধিগ্রহণ করা, দুর্নীতির অনিয়ম করা হয়েছে, এই লাগামহীন দুর্নীতির সুষ্ঠ তদন্ত করে, টিওনো ও এসিল্যান্ড সহ এই লাগামহীন দুর্নীতির সাথে সারা জরিত তাদের বিচার চাই। বেড়া উপজেলায় ভূমিহীনদের নেতৃবৃন্দদেরকে না রাখার কারণে এই ব্যাপক দুর্নীতি হয়েছে।
তারা আরো বলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সভাপতি জহুরুল ইসলাম এই দুর্নীতির প্রতিবাদ করার কারণে গত ২২ জুলাই ২০২৩ দিবাগত রাতে আনুমানিক ১১টায় ভূমিদস্যু সন্ত্রাসীরা তাকে হত্যা করে। আমরা জহুরুল ইসলামের হত্যাকারীদের ফাসি এবং ভূমিদস্যুদের আইনের আওতায় নিয়ে বিচারের দাবী জানাচ্ছি।