সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » ঢাকা » আন্দোলন দমন করার রাস্তা বের করতেই পরিকল্পিত ভাবে বাসে আগুন দেয়া হয়েছে
আন্দোলন দমন করার রাস্তা বের করতেই পরিকল্পিত ভাবে বাসে আগুন দেয়া হয়েছে
৩০ জুলাই বিকালে গণতন্ত্র মঞ্চের জরুরী প্রেসব্রিফিং এ গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক যুগপৎ আন্দোলনের ধারায় আগামীকাল ৩১ জুলাই ঢাকায় এবং ১ আগস্ট বিভাগীয় শহরসহ জেলাস্তরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচী হিসাবে গতকাল ৩০ জুলাই ঢাকার পাঁচটি প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচী ঘোষণা করা হয়েছিল। সরকারি দল একইভাবে পাল্টা কর্মসূচি দেয়।এটাকে অজুহাত করে পুলিশ প্রশাসন নিষেধাজ্ঞা দিলে সরকারি দল তাদের কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দিলেও বিরোধী দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশী ছত্রছায়ায় বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর প্রকাশ্যেই সন্ত্রাসী কায়দায় উপর্যপুরি হামলা আক্রমণ চালায়।পুলিশ এদের কাউকেই গ্রেফতার করেনি,বরং বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলসমূহের শতাধিক নেতা কর্মীদের গ্রেফতার করে, পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীর তান্ডবে আহত হয় কয়েকশত নেতাএ-ধরনের কর্মী
তিনি বলেন, গাবতলীতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচীতে অংশ নিতে গেলে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সংগঠনের কেন্দ্রীয় নেতা ডাঃ ইউসুফ সেলিম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক সজীবকে গ্রেফতার করে।গতকাল শেখ রফিকুল ইসলাম বাবলু ও আবদুর রাজ্জাক সজীব মুক্তি পেলেও মঞ্চের নেতা ডাঃ ইউসুফ সেলিম এখনও মুক্তি পাননি।আজ তাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় জামিন না দিয়ে জেলে পাঠানো হয়েছে।গতকাল আটক বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধেও এখন হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করার পাঁয়তারা চলছে।
সাইফুল হক বলেন, গতকাল পুলিশের উপস্থিতিতে পরিকল্পিতভাবে বাসে আগুন দেয়া হয়।গণমাধ্যমে এসব খবরাদি বিস্তারিত প্রকাশ পেয়েছে। বিএনপিসহ বিরোধীদের দমন করার অজুহাত হিসাবে যে বাসে আগুন দেয়ার এসব ঘটনাকে ব্যবহার করা হবে তা স্পষ্ট।
তিনি এসব হামলা, আক্রমণ, গ্রেফতার, নিপীড়ন ও রাষ্ট্রীয় ও সরকার দলীয়দের পরিকল্পিত নাশকতা দিয়ে সরকার তার শেষ রক্ষা করতে পারবেনা। চলমান গণআন্দোলন ইতিমধ্যে গণ জাগরণে পরিনত হয়েছে; অচিরেই যা গণঅভ্যুত্থানে পরিনত হবে।
তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলন এর কেন্দ্রীয় দফতরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি , ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সংবাদ সম্মেলনে মঞ্চের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ ৩১ জুলাই বেলা ১১ টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে।