মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » পাবনায় ৪বাম দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পাবনায় ৪বাম দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট পাবনা জেলা শাখার উদ্যোগে বিদ্যুত্ ও গ্যাসের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবিতে ৬ অক্টোবর বিকাল ৫টায় জাতীয় গণফ্রন্ট পাবনা জেলা কার্যালয় চত্বরে জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা সমন্বয়ক হাসিবুর রহমান হাসুর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ সমাবেশে বক্তব্য দেন, জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষে মজিবর রহমান, মকবুল হোসেন, রেজাউল হক শাজাহান, আব্দুল্লাহ আল মামুন, শাহারিয়ার হিমেল, জাতীয় গণফ্রন্টের পক্ষে বক্তব্য দেন আব্দুল কুদ্দুস, মাহাতাব উদ্দিন, আব্দুস শুকুর, সেলিম বিশ্বাস, হাসান আলী, আসাদ আলী, আব্দুস সামাদ প্রমূখ নেতৃবৃন্দ ৷ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান শাসক শ্রেণীর সরকার জনগণের স্বার্থকে উপেক্ষা করে বিদ্যুত্ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করে চলেছে ৷ অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও জনগণের পকেট কাটছে সরকার ৷ বক্তারা আরো বলেন, দেশে খুন-গুম-সন্ত্রাস, ঘুষ-দূর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে সরকার ৷ শাসক শ্রেণী জনগণের স্বার্থের কথা বিবেচনা না করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে ৷ শাসক শ্রেণীর ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ করে জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করার জন্য প্রকৃত বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ৷ সমাবেশ শেষে বিদ্যুত্ ও গ্যাসের বর্ধিতমূল্য প্রত্যাহার, খুন-গুম-সন্ত্রাস, শিশু ও নারী ধর্ষণ বন্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় গণফ্রন্ট পাবনা জেলা কার্যালয়ে এসে শেষ হয় ৷ (প্রেস বিজ্ঞপ্তি)আপলোড : ৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৫১ মিঃ