সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » বগুড়া » জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাবতলীতে সমাপনী
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাবতলীতে সমাপনী
আল আমিন মন্ডল,বগুড়া :: জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ইং উপলক্ষে গতকাল রবিবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইছামতি হলরুমে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, বিতারুল ইসলাম, প্রশিক্ষণার্থী ইউপি সদস্য আঞ্জু মন্ডল, মিলন মিয়া, আবু জাফর, জাকির হোসেন, সফল মৎস্যচাষী জাহিদ ইবনে মোহাম্মাদ ও বিষু প্রাং প্রমূখ।
গাবতলীতে অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
বগুড়া :: বগুড়ার গাবতলীতে ফোকাস সোসাইটির আয়োজনে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে গতকাল এককালীন শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। ফোকাস সোসাইটির চেয়ারম্যান সৈয়দজ্জামান এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী (প্রশিক্ষণ ও নিরীক্ষা) অপূর্ব মোহন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। আরো বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন ফোকাস সোসাইটির সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক লিপন হোসেন, উপ-সমন্বয়কারী শফিকুল আলম, সহ-সমন্বয়কারী শামীম হোসেন, সিনিয়র ম্যানেজার (আইটি) সুমন মিয়া প্রমূখ। মোট ৩৬জন দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) হতে ১লাখ ৯২হাজার এবং ফোকাস সোসাইটি হতে ১লাখ ২০হাজার টাকাসহ মোট ৩লাখ ১২হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
গাবতলীর কাগইলে বিনামূল্যে চারাগাছ বিতরণ
বগুড়া :: বগুড়ার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ফলদ বৃক্ষ রোপন ও চারাগাছ বিতরন করা হয়েছে। সমাজসেবক আলহাজ¦ এবিএম তফছির রহমানের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা জান্নাতুল মহল তুলি’র ব্যবস্থাপনায় এতে বক্তব্য রাখেন এসএফএনটিসি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, কাগইল ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বাবলু মিয়া, বিউটি বেগম’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। প্রায় ৪শতাধিক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাবতলীতে সুফলভোগীদের প্রশিক্ষণ
বগুড়া :: জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ইং উপলক্ষে শনিবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইছামতি হলরুমে ২দিনব্যাপী সুফলভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রথমদিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, বিতারুল ইসলাম, প্রশিক্ষণার্থী ইউপি সদস্য আঞ্জু মন্ডল, মিলন মিয়া, আবু জাফর প্রমূখ। মোট ২৫জন মৎস্যচাষী প্রশিক্ষণে অংশ নেন।