শুক্রবার ● ৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » গোপালগঞ্জ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (অঃদাঃ) কাইংওয়াই ম্রো প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ও সমাধি সৌধে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ পুস্পস্তবক অর্পণ করেন।
গতকাল ৩ আগষ্ট ২০২৩ বৃহস্পতিবার সকাল ৮ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এর নেতৃত্বে ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১টায় টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়।
প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা গত ২৭ জুলাই ২০২৩ তারিখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে যোগদান করেন। বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদানের পর তিনি প্রথমবারের মতো ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে এবং পরবর্তীতে টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সাথে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গভীর শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণের উদ্যোগ গ্রহণ করেন।
এসময় বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এর সফর সঙ্গী হিসেবে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ও সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন (উপসচিব), সদস্য মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব) উপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান, ডজী ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পালসহ বোর্ডের ঊর্দ্ধতন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।