বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ১৩ জন আহত
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ১৩ জন আহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৪.৫০মিঃ) খাগড়াছড়ি পার্বত্য জেলার আলুটিলা এলাকা নামক স্থানে যাত্রীবাহী বাস শান্তি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছে । বৃহস্প্রতিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, ঢাকা থেকে ছেড়ে শান্তি পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৪-০৮৯০ নম্বরর বাসটি আলুটিলা এলাকায় সকাল ১০ টার দিকে চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় গাড়ীতে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৩ জন আহত হয়েছে।
আহতরা হলেন-গুইমারা থানার পুলিশ কনেষ্টবল মো. রবিউল (৩০), কনেস্টবল মো. শাহিন (২৩), কনেস্টবল শাহাব উদ্দিন (৩৩), কনেস্টবল মো. সানোয়ার, ১৪ আনসার ব্যাটালিয়ান সদস্য মো. কাঞ্চন মিয় (৪০), ৮ আনসার ব্যাটালিয়ান সদস্য মো. আজিজুল রহমান, গুইমারা উপজেলার বঙ্গু মিয়ার ছেলে আহাদ (২০), মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার বাসিন্দার মো. নুরুল আমিনের স্ত্রী জান্নাত পেয়ারা (১৮) দীঘিনালা উপজেলার জামতলা এলাকার বাসিন্দা রমজান আলীর মেয়ে শারমিন আক্তার (১৫)আমজাদ আলীর ছেলে রমজান (৩৫) মানিক বিশ্বাসের ছেলে মো.নুর নবী (২৫) প্রীতিময় চাকমার ছেলে দেব জীত চাকমা (২৬) ও সোনা বরণ চাকমা (২৩) আহত হয়েছে।