শনিবার ● ৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বীর মুক্তিযোদ্ধা রওশন উজ জামানের জানাজা সম্পন্ন
বীর মুক্তিযোদ্ধা রওশন উজ জামানের জানাজা সম্পন্ন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের বীর মুক্তিযোদ্ধা রওশন উজ জামান (৭২) শুক্রবার ৪ আগষ্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে বক্ষব্যাধী রোগে আক্রা-ন্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মুক্তিযোদ্ধা রওশন উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চমদ আলি মুহুরী বাড়ির মৃ-ত হাবীবুল্লাহ মিস্ত্রির ২য় সন্তান ও বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর- চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের সাবেক ডেপুটি ডিরেক্টর (ডিডি) ছিলেন।
মুক্তিযোদ্ধা রওশন সামাজিক বিভিন্ন কার্যক্রম সহ তছিমিয়াজি জামে মসজিদের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছিলেন। মুক্তিযোদ্ধা রওশনের স্ত্রী নুর আক্তার ২০২০ সালে কিডনী রোগে আক্রান্ত হয়ে পরলোক গমণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, ভাতিজা-ভাতিজি, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা এগারোটা দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার প্রদান করার পর নিজ বাড়ির আঙ্গিনায় মরহুমের জানাজ নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উক্ত জানাযায় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।