মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের সুবিধাভোগী কৃষকদের প্রশিক্ষণ
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের সুবিধাভোগী কৃষকদের প্রশিক্ষণ
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (অঃদাঃ) কাইংওয়াই ম্রো প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রাক্তন রাষ্ট্রদূত) সুপ্রদীপ চাকমা বোর্ডের বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ শীর্ষক প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের কফি ও কাজুবাদাম চারা রোপন ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানটি সোমবার) ০৭ আগস্ট সকাল ১০ টায় বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা ও প্রকল্প পরিচালক মোঃ জসীম উদ্দিন (উপসচিব) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বোর্ডের বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান।
চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিকল্পনা ও চিন্তাপ্রসূত প্রতিষ্ঠান। তিনি ১২ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে পার্বত্য চট্টগ্রামে সফরে এসেছিলেন। বঙ্গবন্ধু পার্বত্য এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে পৃথক বোর্ড গঠনের জন্য সর্বপ্রথম অঞ্চলভিত্তিক পরিকল্পনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বোর্ড সৃষ্টিলগ্ন হতে পার্বত্যাঞ্চলের সকল জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করে আসছে। তিনি আরও বলেন যে, পৃথিবীর বিভিন্ন দেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি প্রযুক্তি ব্যবহার করে মরুভূমিতে কৃষিজাত ফসল চাষ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মাটির উর্বরতা বেশী। অত্র এলাকায় সবধরনের কৃষিজাত ফসল সহজে উৎপাদন করা যায়।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কোন সম্প্রদায়কে পেছনে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়, পিছিয়েপরা সম্প্রদায়কেও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কোন একক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সৃষ্টি হয়নি, উন্নয়নের কান্ডারী হিসেবে পার্বত্য এলাকার সকল সম্প্রদায় এর অংশীদার।
ভাইস চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মূল লক্ষ্যে পার্বত্য এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন ঘটানো। সেজন্যে প্রকল্পের আওতায় উপকারভোগী কৃষকদের মাঝে কফি ও কাজুবাদাম চারা কলম থেকে শুরু করে সার, কীটনাশক, স্প্রে মেশিনসহ প্রয়োজনীয় কৃষি সামগ্রী বিতরণ করা হয় এবং পাশাপাশি প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের মাধ্যমে মাঠপর্যায়ে উপকারভোগী কৃষকদের পরামর্শ প্রদানসহ ওয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিয়মিত কাজের তদারকি করা হয়ে থাকে। এসময় তিনি প্রকল্পের বিষয় নিয়ে যেকোন সমস্যা থাকলে সরাসরি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করার জন্য উপকারভোগী কৃষকদের পরামর্শ দেন।
প্রকল্প পরিচালক জানান যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্যাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পরিকল্পনা কমিশন কর্তৃক বেশ কয়েক প্রকল্প বাস্তবায়ন করছে, কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প তন্মধ্যে অন্যতম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ অন্যান্য প্রতিষ্ঠানও কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর ঊশেসিং, এমপি অভিপ্রায় অনুযায়ী পার্বত্য চট্টগ্রামকে কফি চাষের জন্য বিখ্যাত অঞ্চল হিসেবে রূপান্তর করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করছে।
দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপকারভোগী কৃষকগণ অংশগ্রহণ করেন।