সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির নানিয়ারচরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে গনশুনানী অনুষ্ঠিত
রাঙামাটির নানিয়ারচরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে গনশুনানী অনুষ্ঠিত
নানিয়ারচর :: নানিয়ারচর উপজেলায়র সকল ইউপি চেয়ারম্যান - মেম্বার , হেডম্যান- কার্বারী, মসজিদের ইমাম - খতীব, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যগন সহ স্থানীয় ব্যবসায়ী ও জনগণের সঙ্গে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে এক গনশুনানী গত ২৯ অক্টোবর-২০২৩ মঙ্গলবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এর আগে নানিয়ারচর বাজারে স্থানীয় আপন দুই ভাই এর সম্পত্তির বিরোধ মীমাংসায় সরেজমিন মীমাংসা সভা ও পরিমাপ করে নালিশী জায়গা বন্টণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম প্রসঙ্গে অবহিত করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ৷ নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা এর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত গনশুনানীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহরিয়ার মুক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, থানার ওসি সুজন হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে সরকারি খরচে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায় ও দরিদ্রদের আইনি সেবা পেতে করণীয় প্রসঙ্গে ভিডিও গ্রাফীর মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে সভার শুরুতে অবগত করেন লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ।
এসময় তিনি বলেন, আদালতে যাওয়া বিচারপ্রার্থীরা অনেক সময় ভোগান্তির শিকার। আবার কখনো কখনো অর্থাভাবে দরিদ্র জনগোষ্ঠীর আদালতে যেতে পারেন না। সাধারণ মানুষকে সরকারি খরচে আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে লিগ্যাল এইড সারাদেশে কাজ করছে। রাঙামাটিতেও প্রান্তিক ও দরিদ্র মানুষের আস্থা বেড়েছে লিগ্যাল এইড সেবায়। আপসে বিরোধ নিষ্পত্তির ফলে সিভিল মামলার জট কমছে এবং বিরোধ দ্রুত নিষ্পত্তিতে মানুষের অর্থ ব্যয় ও সময় কমে এসেছে।
এসময় জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত জনপ্রতিনিধি ও হেডম্যান- কার্বারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।