শুক্রবার ● ৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পাবনা » আসুন স্কুল ছাত্রী শিলার জন্য কিছু করি
আসুন স্কুল ছাত্রী শিলার জন্য কিছু করি
পাবনা প্রতিনিধি :: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না৷’ যে বয়সে বিদ্যালয়ে সহপাঠীদের সাথে হাসি-আনন্দে মেতে থাকার কথা তখন তার দুঃসহ দিন কাটছে বাড়ির বিছানায় শুয়ে৷ সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামের মো.পলাশ সেখের মেয়ে ভজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্রী শিলা খাতুন (১০) গত ১৬ নভেম্বর’১৫ কামরাঙা গাছ থেকে পড়ে মারাত্বক ভাবে আহত হয়৷ মেরুদন্ডের হাঁড় ভেঙে যাওয়াসহ একাধিক সমস্যা থাকায় পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন৷ দরিদ্র রিক্সা চালক পলাশ সেখ আর্থিক সংকটের কারনে মেয়েকে ঢাকায় না নিয়ে বাড়ীতে রেখে কবিরাজী চিকিত্সা করান৷ এতে শিলার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ তার প্রস্রাব-পায়খানা বন্দ হয়ে যাওয়ায় ক্যাথেটার লাগিয়ে বিশেষ ব্যবস্থায় প্রস্রাব-পায়খানা করানো হয়৷ প্রায় সাড়ে তিন মাস বিনা চিকিত্সায় তার কোমড় থেকে নিম্নাঙ্গ সম্পূর্ণ অবশ হয়ে বর্তমানে শয্যাগত৷ পলাশ জানায়, সামান্য একখন্ড বসতভিটা ও একটি টিনের ঘর ছাড়া তার কোন সম্পদ নাই৷ রিক্সা চালিয়ে সামান্য আয়ে স্ত্রী, ২সন্তানের ভরন পোষণ চালাতেই কষ্ট হয়, চিকিত্সা করাব কি করে৷ শহরে রিক্সা চালাতে গিয়ে এক শিৰকের পরামর্শে ধারদেনা করে টাকা জোগার করে গত ১ মার্চ মেয়েকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে ডাক্তাররা শিলাকে ভর্তি না করে সাভার সি আর পি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন৷ সাভার সি.আর.পি হাসপাতালে ১৩ দিনের চিকিত্সায় প্রায় ৩৫/৪০ হাজার টাকা ব্যয় হয়৷ হাসপাতালের ব্যয় মিটাতে না পেরে গত ১৪ মার্চ শিলাকে ফিরে এনে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে৷ ৭ দিন হাসপাতালে থেকে ২১ মার্চ বাড়ি ফিরে অদ্যাবধি বিনা চিকিত্সায় বিছানায় ছটফট করছে৷ চিকিত্সক জানিয়েছে তার অবস্থা শঙ্কটাপন্ন৷ কোমর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ন অবশ, বোধশক্তি নেই, রগ শুকিয়ে গেছে, কোমড়ে ক্ষতের সৃষ্টি হয়েছে৷ হুইল চেয়ার ছাড়া চলতে পারে না৷ তাকে উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন তাঁরা৷
শয্যাগত মেধাবী ছাত্রী শিলার অদম্য ইচ্ছা সে স্কুলে গিয়ে সহপাঠীদের সাথে হাসি-আনন্দে মাতবে ,পড়ালেখা করবে৷ রিক্সা চালিয়ে পরিবারের ভরণ-পোষন মিটিয়ে মেয়েকে দেশের বাইরে নিয়ে চিকিত্সার খরচ যোগার করতে দিশেহারা রিক্সা চালক পলাশ সেখ৷ সমাজের দানশীল বিত্তবান, স্বচ্ছল ও মানবদরদী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে দূর্ঘটনায় আহত পঙ্গু মেয়ের জীবন বাঁচাতে আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন হত দরিদ্র রিক্সা চালক পলাশ সেখ ওরফে সোনাই ৷ চিকিত্সার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-মাতা মোছাঃ আকলিমা খাতুন, সঞ্চয়ী হিসাব নং ১৪৫১১, রুপালী ব্যাংক লিঃ, দেবোত্তর শাখা, আটঘড়িয়া, পাবনা অথবা,পিতার বিকাশ নম্বর ০১৭৫৭৯২৬৪৯৮