বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নজরুল ইসলাম এক প্রতিবন্ধী বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়া গ্রামের আশ্রয়ন কেন্দ্র থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভাটিচরনওপাড়া গ্রামের প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন নজরুল ইসলাম (৫১)। সোমবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘরের সবাই ঘুমিয়ে পড়েন। পরে নিহতের স্ত্রী বেদেনা(৪৫) রাতে ছোট ছেলে জীবনকে প্রস্রাব করাতে ওঠে দেখেন বিছানায় স্বামী নেই। ঘরে না পেয়ে দরজা খোলে বারান্দায় গিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝুলে থাকতে দেখতে পান। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
২নং ওয়ার্ড মেম্বার হযরত আলী বলেন, তিনি হার্টের ব্যাধি, আলসার ও কোমর ব্যাথাসহ মানসিক নানা রোগে ভুগছিলেন। হয়তো একারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির জানান, নিহত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ছিলেন শারিরীক প্রতিবন্ধী। তিনি লাঠিতে ভর করে হাঁটতেন। নিহতের পরিবারের ধারণা রোগের যন্ত্রণা সইতে না পেরে গভীর রাতে সকলের অগোচরে নিজ ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।