বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা ইউপি চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন
মাটিরাঙ্গা ইউপি চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি কে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও খাগড়াছড়িতে আওয়ামী লীগের সুদৃঢ় অবস্থানকে দুর্বল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচিত চেয়ারম্যানদের সংগঠন মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম। বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর, দুপুরে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. “জনতার কাঠগড়ায় জনপ্রতিনিধি” শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সংবাদটি তাদের দৃষ্টিগোচর হয়েছে । তাতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও চেয়ারম্যানদের সম্পর্কে যে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা-ভিত্তিহীন, মনগড়া, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যানগন । আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে একটি চিহ্নিত অপশক্তি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি তথা পার্বত্য চট্টগ্রাম শরনার্থী পূনর্বাসন বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেছেন তারা । সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ২০/২৫ লক্ষ টাকা দেয়ার তথ্যটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভীত্তিহীন। আমরা (চেয়ারম্যানগণ) নৌকা প্রতীক পাওয়ার জন্য কাউকে কোন প্রকার টাকা দেইনি । একই সাথে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হকের ভাতিজার জন্য নৌকা প্রতীক পেতে ২৫ লক্ষ টাকা দেয়ার তথ্য সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলেও উল্লেখ করেন তারা । এ সময় মিথ্যা তথ্য ও বানোয়াট সংবাদ প্রকাশের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। সাংবাদ সম্মেলনে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজীসহ মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।