শুক্রবার ● ৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসুক ও বিষু উপলক্ষে সম্মাননা প্রদান
রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসুক ও বিষু উপলক্ষে সম্মাননা প্রদান
ষ্টাফ রিপোর্টার :: (৮ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৩৫মিঃ) বিজু, সাংগ্রাই, বৈসুক ও বিষু উপলক্ষে জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর আয়োজনে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক)’র সভাপতি এ্যাডভোকেট মিহির বরণ চাকমার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মংসানু চৌধুরী ও নিরুপা দেওয়ান ৷
আলোচনা সভায় বক্তারা বলেন, সাহিত্য চর্চাকরা সকলের প্রয়োজন ৷ এটি আমাদের জাতির পরিচয় বহন করে ৷ সকল জাতির ও দেশের একটি নিজস্ব সংস্কৃতি আছে ৷ যা সকলের চর্চা করা দরকার ৷ বক্তারা আরো বলেন, রাঙামাটির অনেক লেখক আছে যারা নিজেদের মেধাকে কাজে লাগিয়ে অনেক কিছু লিখে থাকেন ৷ তাদেরকে আমরা তেমন কিছু দিতে না পারলেও চেষ্ঠা করি তাদেরকে কিছুটা সম্মাননা দিয়ে তাদের প্রাপ্তটা দেওয়ার ৷
লেখক জাতির পথ প্রদর্শক দাবি করে বক্তারা বলেন, একজন লেখক তার লেখনির মাধ্যমে জাতিকে পথ দেখাতে পারে ৷ তারা তাদের লেখনির মধ্য দিয়ে সমাজ ও দেশের জন্য অনেক কিছু করতে পারে ৷ লেখকেরা সুষ্ট সমাজ গড়ার জন্য নিজেদের ভূমিকা রাখতে পারে ৷
পরে রাঙামাটির তিন জন বিশিষ্ট লেখক মহেন্দ্র লাল ত্রিপুরা, প্রীতিশ কান্তি দেওয়ান ও মনোজ বাহাদুর গুর্খাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়৷ পরে জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷