বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » বিজিবি’র আন্তঃব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতায় কাপ্তাই চ্যাম্পিয়ন
বিজিবি’র আন্তঃব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতায় কাপ্তাই চ্যাম্পিয়ন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজবি) চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি চ্যাম্পিয়ন হয়েছে।
রাঙামাটি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় ও কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি’র আয়োজনে বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বিকালে কাপ্তাই বিজিবি মাঠে ফাইনাল খেলা শুরু হয়। চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন ফুটবল খেলায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) ৪-১ গোলে চট্টগ্রাম ব্যাটালিয়ন ৮ বিজিবিকে পরাজিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিরি’র রাঙামাটি সদর দপ্তর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার লতিফ খান, পিবিএম, (বার) পিএসসি।
ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার সদর দপ্তর, চট্টগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান, বিজিবিএম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্ণেল জিয়াউল শাহাদাত খান পিবিজিএম, কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিবিজিএম, পিএসসি, চট্টগ্রাম ব্যাটালিয়ন ৮বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মিনহাজ ছিদ্দিক পিএসসি।
খেলায় ব্যাটালিয়নের ১৩ টি দল অংশ গ্রহণ করে। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় সিপাহী একেএম ইলিয়াছ হোসেন (৪১বিজিবি) ও সজীব হোসেন (৭ বিজিবিকে পুরস্কার প্রদান করে।
প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান চ্যাম্পিয়ন দল ও রানাসআপ দলকে ট্রফি তুলে দেয়। খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দু’পক্ষের খেলোয়াড়রা ভাল খেলেছে। আগামীতে আরো ভাল খেলা উপহার দিবে তারা। এসময় বিজিবি’র অফিসার, জেসিও এবং সৈনিকগন উপস্থিত ছিলেন।