শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালিয়াকৈর ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
কালিয়াকৈর ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
গাজিপুর প্রতিনিধি :: (৯ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.৪৩ মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭ ইউনিয়নে মনোনয়ন জমা শেষ দিনে ৭ এপ্রিল বৃহস্পতিবার প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে উত্সাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন৷
বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া শেষ সময়ে ৭টি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদে ৭ জন ও বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র জমা হয়েছে৷ এ উপজেলায় চতুর্থ ধাপে আগামী ৭ মে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে৷
কালিয়াকৈর নির্বাচন অফিস সূত্র জানায়, শেষ দিনসহ চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা, সাধারণ সদস্য পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন৷ উপজেলার বোয়ালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাহাদত হোসেন, বিএনপির আ ন ম ইব্রাহীম খলিল রহমান, স্বতন্ত্র মজিবুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেন৷ উপজেলার চাপাইর ইউনিয়নে চেয়ারম্যানপদে আওয়ামী লীগের আহসান হাবিব, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, বিএনপির এএইচ এম শওকত ইমরান, আটাবহ ইউনিয়নে আওয়ামী লীগের এম এ আলীম, স্বতন্ত্র আলাল উদ্দিন মোল্লা, বিএনপির মাকসুদুর রহমান হেলালী, ফুলবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের আঃ হাকিম, বিএনপির এড. জাকিরুল ইসলাম, স্বতন্ত্র আরিফ হোসেন, সুত্রাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বজলুর রহমান, বিএনপির এবাদত হোসেন, স্বতন্ত্র সোলাইমান হোসেন, ঢালজোড়া ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, বিএনপির খোরশেদ আলম, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মো. নাছিম কবীর, বিএনপির সিরাজুল ইসলাম স্বপনসহ চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য পদে ২ শতাধিক প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন৷
কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম মিয়া জানান, বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল৷ আগামী ১০-১১ এপ্রিল রবি-সোমবার প্রার্থীতা বাছাই ও ১৮ এপ্রিল সোমবার প্রার্থীতা প্রত্যাহরের শেষ দিন৷ ৭ মে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে৷