শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কিশোরীর ঝুলন্ত লাশ ও শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
কিশোরীর ঝুলন্ত লাশ ও শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.৫১মিঃ) গাজীপুরের শ্রীপুরে মানসিক বিকারগ্রস্থ এক কিশোরীর ঝুলন্ত লাশ ৮ এপ্রিল শুক্রবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ ৷ তার নাম সনিয়া (২২)৷ সে পটুয়াখালী জেলার বাউফল থানার চাঁদকাঠি গ্রামের আব্দুস সালামের মেয়ে ৷ এর আগে ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টেকনগরপাড়া এলাকার একটি কালভার্টের নীচ থেকে ৩ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ৷ তার পরিচয় পাওয়া যায়নি ৷
শ্রীপুর মডেল থানার এসআই মিনহাজুল ইসলাম নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট এলাকার আহাম্মদ আলীর বাড়িতে স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে ভাড়া থাকে স্থানীয় টি-ম্যাক্স জুট মিলের কর্মী আব্দুস সালাম৷
শুক্রবার সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সালামের মেয়ে সনিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন ৷ খবর পেয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ৷
গত কিছুদিন ধরে সনিয়া মানসিক রোগে ভুগছিল ৷ সে ঢাকায় তার মামার বাসায় থাকতো ৷ গত ৩/৪ দিন আগে সে মামার বাসা থেকে মা-বাবার কাছে এসেছিল ৷ পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৷
এর আগে ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টেকনগরপাড়া এলাকার একটি কালভার্টের নীচ থেকে ৩ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ৷ তার পরিচয় পাওয়া যায়নি ৷
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ উদ্দিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের টেকনগরপাড়া এলাকার আব্দুস সামাদ মাস্টারের বাড়ির পাশের একটি কালভার্টের নীচে বৃহস্পতিবার বিকেলে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি ৷ খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে অর্ধগলিওই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠায় ৷ তার গাল ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ৷ ধারণা করা হচ্ছে অন্ততঃ দুই-তিনদিন আগে দূর্বৃত্তরা শিশুটিকে হত্যার পর ওই কালভার্টের নীচে ফেলে রেখে পালিয়ে গেছে ৷ নিহতের পরিচয় পাওয়া যায়নি ৷