শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটার সম্ভাবনা নেই : সামসুল আরেফিন (ভিডিওসহ)
রাঙামাটির আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটার সম্ভাবনা নেই : সামসুল আরেফিন (ভিডিওসহ)
ষ্টাফ রিপোর্টার :: (৯ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) রাঙামাটিতে আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে, অবনতি ঘটার সম্ভাবনা নেই ৷ ১৪২৩ বাংলা নববর্ষ ও পাহাড়ের সর্ববৃহত্ সামাজিক উত্সব বৈসাবি পালনের ক্ষেত্রে সকল সম্প্রদায়ের সমান অংশগ্রহন রয়েছে বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে এক স্বাক্ষাতকারে বলেছেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন ৷
পাহাড়ের সকল সম্প্রদায় ধনী গরীব সকলে যেন ১লা বৈশাখ ও বৈসাবি উত্সব পালন করতে পারে সেজন্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে খদ্যশস্য বরাদ্ধ দেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক ৷
পার্বত্যঞ্চলের এই উত্সব আরো সামগ্রিক করতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ১০ এপ্রিল থেকে একই সাথে বৈসাবি ও বৈশাখী অর্থাত্ ১লা বৈশাখ ও বৈসুক, সাংগ্রাই, বিজু মেলা শুরু হবে ৷ এছাড়া ১৪ এপ্রিল র্যালী দিয়ে শুরু হবে দিনের কর্মসূচী, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা উত্সব ৷
এর আগে ৬ এপ্রিল বুধবার রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে বৈসাবি ও ১লা বৈশাখের যে মূল র্যালী সবার সাথে জেলা প্রশাসন ও অংশ গ্রহণ করেছিল বলে জানান জেলা প্রশাসক সামসুর আরেফিন ৷
রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, আমরা চাই রাঙামাটি পার্বত্য জেলার সকল সম্প্রদায় নিজনিজ উত্সব একসাথে সম্প্রীতির মাধ্যমে প্রতিপালন করুক, এতে করে সকল সম্প্রদায়ের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো বৃদ্ধি পাবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আমি অত্যান্ত আশাবাদী ১৪২৩ বাংলা বর্ষ যেটা আমরা বরন করতে চলেছি, বছরটা অনেক ভালো হবে এবং এ অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে, শান্তি শৃংখলা বজায় থাকবে ৷
পুরোনোকে বিদায় করে নতুনকে বরন করবো৷ জাতি, ধর্ম, বণর্, গোষ্ঠী বা সম্প্রদায় সব কিছুর উর্ধ্বে থেকে সকলে একত্রিত উত্সব করবো, ধর্ম যার যার উত্সব সবার বলেন, জেলা প্রশাসক ৷
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত সকলকে বৈসুক,সাংগ্রাই, বিষু, বিহু ও বিজু’র অগ্রিম শুভেচ্ছা জানান রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক সামসুল আরেফিন ৷
(ভিডিও দেখুন)