বুধবার ● ২৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
সিলেটে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেটের দক্ষিণ সুরমার লালবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী ৭ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া জগন্নাথপুরগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মানুষের জীবনমান উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত : ডা. ইহতেশামুল
সিলেট :: বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু সুযোগ্যা কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের জীবনমান উন্নয়নে যে সব প্রকল্প বাস্তবায়ন করেছেন তা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করুন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা গ্রামীণ জনসাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল একথা বলেন।
ডা. দুলাল আরো বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার শিক্ষাগত যোগ্যতা, চাকুরীর অভিজ্ঞতা, পারিবারিক পরিচিতি সব মিলিয়ে আমি মনে করি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভের সকল যোগ্যতা আমার রয়েছে। দলীয় সভানেত্রী যদি আমাকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করেন তাহলে আমি মাননীয় নেত্রীকে সিলেট-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় নিশ্চিত করে এ আসনটি উপহার প্রদান করবো। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সিলেট-৩ কে একটি আদর্শ আসন হিসেবে গড়ে তুলবো।’
এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, শাহজালাল সারকারখানা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেখন মিয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা রনি হাসান, শেখ মুমিনুল হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সেহান উদ্দিন সেজু, ছাত্রলীগ নেতা দেওয়ান রাকাদ, ফাহিম আহমদ প্রমুখ