রবিবার ● ১০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ধানের শীষ হেরে যাওয়া মানি ইলিয়াস আলী হেরে যায় : ইলিয়াসপত্নী লুনা
ধানের শীষ হেরে যাওয়া মানি ইলিয়াস আলী হেরে যায় : ইলিয়াসপত্নী লুনা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৯ এপ্রিল ২০১৬ : রাত ১০.৫০মিঃ) নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রম্নশদি লুনা বলেছেন, প্রথমবারের মতো সরকার দলীয় প্রতিকে ইউপি নিবার্চন চালু করেছে৷ ইতি মধ্যে সারা দেশে দুই দফা ইউপি নির্বাচন অনুষ্টিত হয়েছে৷ এতে ভোট-দখল, জাল-ভোট, কারচুপি ছাড়া আর কিছুই দেশবাসী পায়নি৷ পুলিশ প্রশাসনের মাধ্যমে কেন্দ্র দখল করে সরকার দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করা হয়েছে৷
তিনি বলেন, বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরে প্রতিটি ঘরে ঘরে ইলিয়াস আলী তার সৈনিক তৈরি করে রেখে গেছেন৷ তিনি বিএনপি নেতাকর্মীদের বিএনপির আর্দশে লালিত হওয়ার টেনিং দিয়ে গেছেন৷
তার প্রমাণ আপনার ইলিয়াস আলী গুমের পর দেখিয়েছেন৷ ইলিয়াস আলী নিখোঁজের পর বিশ্বনাথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন৷ সেই আন্দোলনে আমাদের তিন ভাই প্রাণ দিয়েছিল৷ বাংলাদেশে ইতিহাসে এটা বিরল৷ সে কারণে বাংলাদেশের মানুষ বিশ্বনাথ উপজেলাকে অন্য ভাবে দেখে,অন্যভাবে মূল্যয়ন করে৷ কারণ এটা ইলিয়াস আলীর এলাকা৷
তিনি আরও বলেন, বিগত ইউপি নির্বাচনে ইলিয়াস আলী ছিল৷ সেই নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী জয়ী হয়েছিল৷ কিন্তু আজ তিনি আপনাদের সামনে নেই৷ উনাকে গুম করা হয়েছে৷ আমাদের বিশ্বাস আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলী ফিরে আসবেন৷ আসন্ন ইউপি নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে ইলিয়াস নিখোঁজের জবাব দিতে হবে৷ ধানের শীষ হেরে যাওয়া মানি, ইলিয়াস আলী হেরে যায়৷ ধানের শীষ কোনো ব্যক্তির প্রতিক নয়, এটা বিএনপির প্রতিক৷ ইউপি নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজে করে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে৷
তিনি ৯ এপ্রিল শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আলাল আহমদের সমর্থনে স্থানীয় আলাপুর গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন৷
বিএনপি নেতা ফারুক আহমদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী৷
দেওকলস ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, চেয়ারম্যান প্রার্থী আলাল আহমদ৷ স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শাহজাহান৷
বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুর রহিম, ফজলু মিয়া, আজম আলী, আবদুর রুপ, আবদুল মালিক, ছোট মিয়া মেম্বার, আবদুল গফুর, জিল্লুর রহমান, সাবি্বর আহমদ, জুনেদ আহমদ, গোলাম আলী, ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম৷
বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, সাবেক ছাত্রদল সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সুমন পারভেজ চৌধুরী৷
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সুমন মিয়া, যুবদল নেতা মাহতাব উদ্দিন, জাহাঙ্গীর, আইন উদ্দিন, রানা মিয়া, মাসুদ আহমদ সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, ছাত্রদল নেতা খালেদ আহমদ, তারেক আহমদ খজির, তানিমুল ইসলাম, রুমেল আহমদ, ইমরান আহমদ সুমন, শাহজাহান ও সেচ্ছাসেবকদল নেতা গিয়াস প্রমুখ৷