মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » হরতাল-অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে : মোমিন মেহেদী
হরতাল-অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অবরোধ দ্রব্যমূল্য আরো বাড়াচ্ছে। ছাত্র-যুব-জনতা চরম অর্থনৈতিক সংকটের পথে এগিয়ে চলছে। ‘রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি চায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে ৩১ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা, প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, আমরা রাজনীতির নামে মানুষের কষ্ট বাড়ানোর কর্মসূচি দেখতে চাই না। নতুন প্রজন্ম ক্ষমতায় আসবার আর থাকবার রাজনৈতিক কালো কর্মসূচি চায় না। তারা চায় আমূল পরির্বতন আসুক দেশ-মানুষ-সমাজ-সংস্কৃতি এবং অর্থনীতির। আমরা দেখেছি- যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তখন সে সরকার জনতার কথা ভুলে কেবল নিজেদের দলীয় নেতাকর্মী-পুলিশ-প্রশাসনের রাঘব- বোয়ালদেরকে কোটি কোটি টাকা কামাই করার রাস্তা তৈরি করে দিয়েছে।