বুধবার ● ১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » নীল পদ্যের কষ্ট-রাহুল রাজ
নীল পদ্যের কষ্ট-রাহুল রাজ
বিধুমুখী,
অমন করে বারেবারে
ভালোবাসার ডাক দিও না।
তোমার সুপ্ত হাতে অমন করে
শান্ত হৃদয় আর ভেঙো না।
তুমি ছাড়া কে আর বলো
এমন ভালোবাসতে পারে?
কার পড়েছে দায় আমার সঙ্গী হয়
ঠোঁটের উপর ঠোঁটের ছাপ
ভালোবাসার মিষ্টি পাপ।
তুমি ছাড়া কে আর বলো
এমন ভালোবাসতে পারে?
কার পড়েছে দায়, আমার সঙ্গী হয়।
ভালোবাসার নীল পদ্য
তোমার জন্যে এঁকে যাব
হাজার থেকে হাজারবার
তবু তুমি বধূ
অমন করে ভালোবাসার ডাক দিয়ো না।
হৃদয় কাঁদে হৃদয় পোড়ে
যখন ভাবি,
ভোরের শিশির সেজে তুমি পালিয়ে যাবে
ভরা যৌবনের ঘোর ভালোবাসা
তখন আমার বিফল হবে।
নাইবা পেলাম একটি রাত
নাই বা পেলাম তোমার হাত
কি আসে যায় ?
এখন জ্বলি এক আগুনে
তখন হব নি:স্ব-
তাইতো বলি বিধুমুখী,
অমন করে আর ডেকো না।
একা আছি একা থেকে লিখে যাব
নীল পদ্য।
ভালোবেসে দূরে থেকে
নাম দিয়ো তার-
নীল পদ্যের কষ্ট।