শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত
মিরসরাইয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক দেখে ব্রেক করতে গিয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ৪ নভেম্বর দুপুর সোয়া বারোটা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন, তার বাড়ি হাইতকান্দি ইউনিয়নে তবে তার নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া বারোটা দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ বাইপাস পার হওয়ার সময় সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে ব্রেক করতেই উল্টে যায় মোটরসাইকেল। ডিভাইডারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় আরও একজন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বাইপাস পার হয়ে নিজামপুর যাচ্ছিলেন।
তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত করতে পারিনি তবে প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে নিশ্চিত হওয়া গেছে যে দাঁড়িয়ে থাকা ট্রাক দেখে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৬ হাজার পিস ইয়াবা সহ আটক-২
মিরসরাই :: মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। এ সময় বাসটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা থেকে ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়।
আটকরা হলেন- ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কাউতলী গ্রামের মো. মিরাজ হোসেনের ছেলে সাইফুল ইসলাম শাকিল (২৫) ও একই জেলার সদর উপজেলার বিরঞ্চি এলাকার মৃত নুরুল করিমের ছেলে শেফায়েত (২৩)।
মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নাহার মোটরস পরিবহনের একটি বাস থামানো হয়। তল্লাশিকালে বাসের ব্যাকলাইটের ভেতর লুকানো অবস্থায় ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আটকদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।