মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে কিডনী রোগে আক্রান্ত রাহাত : অর্থের অভাবে চিকিৎসা বন্ধ
পানছড়িতে কিডনী রোগে আক্রান্ত রাহাত : অর্থের অভাবে চিকিৎসা বন্ধ
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ৩নং পানছড়ির ইউনিয়ন হাসান নগর গ্রামে রফিকুল ইসলামের ছেলে (৩) কিডনী রোগে ভুগছে।
আজ ৭ নভেম্বর মঙ্গলবার সরজমিনে এলাকার স্থানীয় লোক জনের কাছ থেকে জানা যাই গত কয়েক মাস ধরে রাহাত হোসেন কিডনী রোগে ভুগছেন । নিজের সকল অর্থ খরচ করে প্রথমে পানছড়ি হাসপাতালে পরে আধুনিক সদর হাসপাতাল খাগড়াছড়ি প্রেরন করা হয় পরবর্তী উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল চিকিৎসা করা হয়। এখন অর্থের অভাবে আর চিকিৎসা করতে পারছেনা। যার ফলে বাড়িতে শুয়ে যন্ত্রণায় মৃত্যুর সাথে চটপট করছে।
রাহাতের বাবা জানান, আমার ছেলের চিকিৎসার খরচ জোগাতে আর পারছিনা। তাদের সংসারে অর্থ উর্পাজন করার মত কোন উপযুক্ত লোক নাই। যার ফলে তাদের সংসারের খরচ যোগাতে চিকিৎসার খরচ করতে পারছিনা । ডাক্তার বলছে নিয়ম মত চিকিৎসা করতে না পারলে এবং সময় মত ঔষধ সেবন করতে না পারলে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। তাই রাহাত হোসেনকে বাচাতে সমাজের বিত্তবান মানবিক ব্যক্তিদের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন রাহাত হোসেনের পিতা ।