শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩নং সিংড়া সিংড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে কাশিয়াবাড়ি টিয়া পাখি একাদশ বনাম কামদিয়া সাকিব একাদশ দল।
শনিবার ১১ নভেম্বর বিকেল ৫ টায় রানীগঞ্জ সরকারি দ্বিতীয় দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, রানীগঞ্জ নবরাগ যুব সংঘ ক্লাবের সভাপতি সারোয়ার হোসেন প্রমুখ।
এ সময় আয়োজক কমিটির পরিচালক জোবায়ের খন্দকার, জয়নুল আবেদিন ও মশিউর রহমান সহ স্থানীয় ফুটবল প্রেমীবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিলুর ইসলাম।
ঘোড়াঘাটে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে মোহনা টিভির ১৪ তম পথচলা উপলক্ষে জন্মদিনের কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ নভেম্বর সকাল ১১ টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মোহনা টিভি প্রতিনিধি সামসুল ইসলাম সামু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে ও দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি ইফতেখার আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। আরো বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, একরামুল হক, শহিদুল ইসলাম, মীর হান্নান, মোকলেসুর রহমান সওদাগর প্রমুখ।
আলোচনা শেষে অতিথি ও উপস্থিত সকলকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় মোহনা টিভির দর্শক ফোরামের সদস্য, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।