মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু
রাউজানে বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সাপের কামড়ে মো. আবদুল কাদের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ১৩ নভেম্বর সন্ধ্যার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ সমশের পাড়া ৬ নম্বর ওয়ার্ডে তোফাজ্জাল আহমদ বাড়িতে এই ঘটনা ঘটে। সাপে কামড়ে মৃত্যু হওয়া শিশু ঐ এলাকার ব্যবসায়ী মো. আবু ছৈয়দের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় ঘরের পাশে শিশু কাদেরকে বড় একটি সাপ কামড় দেন তার পায়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে একটি ইনজেকশন দেওয়া পর তার অবস্থা খারাপ হলে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে নিয়ে আসা হয় তার মৃতদেহ। পরে তিনি এখনো বেঁচে আছেন মনে করে রাত সাড়ে ১১টার দিকে সাপের কামড়ে মৃত্যু হওয়া শিশুকে নিয়ে যাওয়া হয় হাটহাজারী এক উজার কাছে। তার বাবা জানান আমার ছেলে এখনো বেঁচে আছেন তাই আমরা উজার কাছে নিয়ে যাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আলমগীর মেম্বার জানান, সাপের কামড়ে আমার এলাকার এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।