মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান
সিলেটে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: ঢাকা নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের জেরে রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সন্ত্রাস ও তান্ডব চালিয়ে আইন শৃংখলা রক্ষায় দায়িত্বরত মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মোল্লার বড় সন্তান পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ-কে হত্যা করে। এই নৃশংস ও ন্যাক্কারজনক হত্যার প্রতিবাদে রবিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষাভ কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট বিভাগ ও জেলার নেতৃবৃন্দ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগের যুগ্ম-আহ্বায়ক প্রবাল দেবনাথ অপু’র সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিটির মহাসচিব ইমরান খাঁন রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার সম্মানিত সদস্য অধ্যক্ষ আবুল মহসিন চৌধুরী মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক সামসুল ইসলাম লস্কর আলম।
মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। মুক্তিযোদ্ধার কোনো সন্তান হত্যা ও নির্যাতনের শিকার হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা কমিটির আহ্বায়ক মোঃ জিয়া, যুগ্ম-আহ্বায়ক জুয়েল খান, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, সহ-সদস্য সচিব রথীন্দ্র সূত্রধর, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ফকরুল ইসলাম শান্ত প্রমুখ।