বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনের বঙ্গোপসাগরের উপকুলে নিম্নচাপ : মোংলা বন্দরে ৩নং সতর্কতা সংকেত
সুন্দরবনের বঙ্গোপসাগরের উপকুলে নিম্নচাপ : মোংলা বন্দরে ৩নং সতর্কতা সংকেত
এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট প্রতিনিধি :: সুন্দরবনের বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় দুবলারচরে দশ সহস্রাধিক শুটকি মাছের জেলে শংকায় পড়েছেন। ভারী বৃষ্টিপাত হলে কোটি টাকার মাছ বিনষ্ট হওয়ার আশংকায় তারা এখন দিশেহারা। অপরদিকে সাগরে অবস্থানরত জেলেদের দ্রুত নিকটস্থ চরে ফিরে আসার জন্য মাইকিং করা হয়েছে। দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় আকাশ ভারী ও মেঘাচ্ছন্ন রয়েছে। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের অবিলম্বে আলোরকোলসহ তাদের আবাসস্থলে ফিরে আসার জন্য মাইকিং করা হয়েছে। তিনি বলেন, এবার শুটকি মৌসুমের শুরুতেই জেলেরা দূর্যোগের কবলে পড়েছেন। আলোরকোল,মাঝেরকেল্লা,নারিকেলবাড়ীয়া,ও শেলারচরে জেলেদের ধরে আনা কাঁচা মাছ মাচায় শুকাতে দেওয়া হয়েছে ভারী বর্ষণ হলে কোটি টাকার মাছ নষ্ট হয়ে যাওয়ার আশংকায় জেলেরা হতাশ হয়ে পড়েছেন বলে ফিসারমেন গ্রুপের সভাপতি জানান।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বর্জমেঘ ঘনীভূত হওয়ায় এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকুলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সোমবার( ১৬ জুন) সকাল থেকে বুধবার বিকাল পর্যন্ত এ ৩দিন একটানা কখনও থেমে থেমে আবার মুষলধরে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। এতে ব্যহত হচ্ছে মোংলা বন্দরে থাকা দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য-খালাস বোঝাই কাজ।
তবে বুধবার বৃষ্টি ও বাতাসের মাত্রাটা কিছুটা বেড়ে যায় এবং সারাদিনই বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া অফিস আরো জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বেশ বৃষ্টিপাত হচ্ছে। এটি দু’একদিনের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়বে। এরপর দুএক দিন বৃষ্টি চলার পরে আবার কমবে, আর বৃষ্টিপাত কমলেই গরম বাড়বে। বর্তমানে মোংলা বন্দরসহ দেশের অন্যান্য এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে বর্জমেঘ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া, যে কারণে সাগর উত্তাল রয়েছে। বৈরী এ আবহাওয়ার কারণে বন্দরগুলোকে ৩নং স্থানীয় সতর্কতা সংকেত বলবত রেখেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস এক প্রতিবেদনে জানিয়েছেন, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও আরো ঘণীভূত হয়ে বুধবার দুপুর ১২টায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এখনও বর্জ্রমেঘ বহাল থাকার কারণে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে, এর প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।