মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেল বিএনপির মশাল মিছিল
পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেল বিএনপির মশাল মিছিল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তারই ধারাবাহিকতায় হরতাল সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মশাল মিছিল করেছে বিএনপি। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে মশাল মিছিল পণ্ড করে দেয়। পরে মশাল মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সামনে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে মশাল মিছিল করেন তারা।
জানা যায়, গতকাল সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীনের নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, উপজেলা যুবদলের সাবেক সদস্য জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক সদস্য আল আমিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।