রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলন ৪০ বাস যাত্রী
রাউজানে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলন ৪০ বাস যাত্রী
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম শহর থেকে রাঙ্গুনিয়াগামী একটি যাত্রীবাহী বাস যাওয়া পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অল্পের জন্য রক্ষা পান বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী। ২ ডিসেম্বর শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে রাউজানের কাপ্তাই সড়কের গশ্চি ধরাটেক নাম এলাকায়। তবে চালকের দক্ষতায় প্রাণে রক্ষা পান যাসে থাকা প্রায় ৪০ জন যাত্রীরা। জানা যায়, শাহ আমানত নামে একটি যাত্রীবাহী বাস প্রায় ৪০ জনের বেশি যাত্রী নিয়ে রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা দিকে যাচ্ছিল। এসময় বাসটি রাউজানের গশ্চি ধরাটেক নাম এলাকায় পৌছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাই। তবে বাসটি খালে পড়ে গেলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। ঘটনার বিষয়ে চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর শুনে আমরা এসে বাসটি উদ্ধার করি। তিনি জানান অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাসটির সকল যাত্রীরা।
এ কেমন শত্রুতা
রাউজান :: চট্টগ্রামের রাউজান পৌরসভা ছিটিয়াপাড়ার কৃষক নিরুর এক একর জমির কাটা ধান রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়ে দিয়েছে। গত শুক্রবার রাতে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে কৃষক জানাতে না পারলেও তিনি রাউজান থানায় এই নিয়ে এইট অভিযোগ দিয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে পোড়া ধান দেখে গেছে। জানা যায়, ঋন নিয়ে বিনাজুরী বিলে ১০ একর জমিতে আমন ক্ষেত করেছিলেন। প্রায় দুই একর জমির পাকা ধান কেটে অর্ধেক জমির ধান এনে স্তুপ করে রেখেছিল সড়কের ব্রিজের কিনারায়। ভোর সকালে এসে দেখেন তার কাটা ধানের স্তুপে আগুন জ্বলছে। সব ধান পুড়ে ছাঁই হয়ে গেছে। এই কৃষকের কান্নাজড়িত কন্ঠে বলেন ঘুর্ণিঝড়ের শংকার মাঝে পাকা ধান দ্রুত জমি থেকে উঠিয়ে আনতে কামলাদের খাওয়ার খায়িয়ে দিতে হয়েছে দৈনিক আট শত টাকা করে। আশা করেছিলাম আজ(শনিবার) মাঠে কেটে রাখা অবশিষ্ট ধান জমি থেকে উঠিয়ে এক সাথে নেব। সকালে দেখি আমার সর্বনাশ করে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কৃষক নিরুর ৭০ হাজার টাকার ধান পুড়েছে বলে জানান। বিষয়টি স্বীকার করে থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন ওই এলাকাটি রাতে নির্ঝন থাকে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে আমরা দোষিদের সনাক্ত করতে চেষ্টা করছি।