সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বাসা বাড়ি ও স্কুলের ১৬টি কক্ষ পুড়ে ছাই
গাজীপুরে বাসা বাড়ি ও স্কুলের ১৬টি কক্ষ পুড়ে ছাই
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর মহানগরের সালনা চৌধুরীপাড়া এলাকায় একটি বাসা বাড়ি ও স্কুলে আগুন লাগার ঘটনা ঘটেছে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে৷
১০ এপ্রিল রবিবার দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে৷
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, গাজীপুর মহানগরের সালনা চৌধুরীপাড়া এলাকায় ওসমান আলী সার্ভেয়ারের টিনশেডের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে৷ পরে মহুর্তের মধ্যে আগুন পাশে থাকা টিনশেডের তৈরী মেধাবিকাশ কিন্ডার গার্ডেন স্কুলে ছড়িয়ে পড়ে৷ এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়৷ পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়৷ আগুনে ওই বাসা বাড়ির ৮টি কক্ষ ও স্কুলের ৮টি কক্ষ পুড়ে গেছে৷ আগুনে পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতির হয়েছে৷ তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷