মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কারাবন্দীদের আইনী সহায়তা প্রদানে কারাবন্দী ও আইনজীবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে কারাবন্দীদের আইনী সহায়তা প্রদানে কারাবন্দী ও আইনজীবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত
রাঙামাটি :: সরকারী খরচে আইনগত সহায়তা সেবার জবাবদিহি ও মান নিশ্চিত করার লক্ষ্যে গত ৩ ডিসেম্বর-২০২৩ রবিবার বেলা সাড়ে তিনটায় রাঙামাটি জেলা কারাগারে এক সমন্বয় সভা ও গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
আটক কারাবন্দী ও লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবীদের মধ্যে সমন্বয় সভা ও গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ।
জেলা সুপার মো. দিদারুল আলমের সভাপত্বিতে অনুষ্টিত সমন্বয় সভায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার সহ কারাগারের কর্মকর্তা – কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
প্যানেল আইনজীবীদের মধ্যে এড. সুস্মিতা চাকমা, হ্লা থোয়াই প্রু মারমা, মামুনুর রশীদ, মিলন চাকমা, মাকসুদা হক, শফিউল আলম মিয়া, মো. রাশেদ ইকবাল উপস্থিত ছিলেন।
এসময় জেলা লিগ্যাল এইড অফিসার আইনগত সহায়তা পেতে কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ শুনেন। পরবর্তীতে তিনি এবং প্যানেল আইনজীবীরা সমস্যাগুলো শুনে তার জন্য আন্তরিকভাবে কাজ করবেন মর্মে উপস্থিত কারাবন্দীদের নিশ্চিত করেন।