সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে কনষ্টেবল নিহত
ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে কনষ্টেবল নিহত
ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৬মিঃ) ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় অসাবধান বশত: নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন পুলিশ কনষ্টেবল সোলাইমান হোসেন (২৭)৷ তিনি যশোর কতোয়ালি থানার ডায়তলা গ্রামের মোদাচ্ছের আলী মন্ডলের ছেলে৷ ১১ এপ্রিল সোমবার বেলা দেড়টার দিকে কোটচাঁদপুর থানায় সেন্ট্রি ডিউটির সময় এ ঘটনা ঘটে৷ সোলাইমান হোসেন কনষ্টেবল নং ৯৪৯৷ ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারিতে তিনি কোটচাঁদপুর থানায় যোগদান করেন৷ এটি আত্মহত্যা না অসাবধানতা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ৷ কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদীন জানান, সোমবার দুপুরে থানায় সোলাইমান সেন্ট্রি ডিউটি করছিলেন৷ কিছু বুঝে ওঠার আগেই চেয়ারে বসে থাকাবস্থায় নিজের চায়নিজ রাইফেলের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন৷ গুলিটি তার বুকের বামপাশে বিদ্ধ হয়৷ তিনি আরো জানান, এ সময় তিনি থানা ভবনের উপরে বিশ্রামে ছিলেন৷ গুলির শব্দ শুনে নিচে নেমে এসে দেখেন কনষ্টেবল সোলাইমান গুলিবিদ্ধ হয়েছেন৷ সহকর্মীরা এ ঘটনায় কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিত্সক ডাঃ আজিজুর রহমান তাকে মৃত ঘোষনা করেন৷এ বিষয়ে ডাঃ আজিজুর রহমান সাংবাদিকদের জানান, এটি আত্মহত্যা কিনা জানি না তবে, গান ইনজুরিতে তিনি নিহত হয়েছেন৷ খবর পেয়ে ঝিনাইদহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র আজবাহার আলী শেখ জানান, অসাবধান বশত: নিজের গুলিতে সোলাইমান নামে এক কনষ্টেল নিহত হয়েছেন৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷