রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় মিরসরাইয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় মিরসরাইয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৯ ডিসেম্বর) বিকেলে জোরারগঞ্জ বাজারে মিরসরাই উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৮ ডিসেম্বর) ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় মিরসরাইয়ে এক লাফে ১১০ টাকার পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। কেউ কেউ ১৭০-১৯০ টাকা পর্যন্ত বিক্রি করে আসছে।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর শুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার জোরারগঞ্জ বাজারের তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।