রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ টিমের ওরিয়েন্টেশন
ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ টিমের ওরিয়েন্টেশন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ টিমের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ দিগারকান্দা শাপলা রিসোর্ট ডেভেলপমেন্ট কনফারেন্স কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার ইব্রাহিমপুর সরকারী কলেজের প্রভাষক মির্জা মহিউদ্দিন।
ভোটার সচেতনতা নির্বাচনি সহিংসতা পর্যবেক্ষণ টিমের ওরিয়েন্টেশনে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ জেলার তাড়াইল, করিমগঞ্জ, টাঙ্গাইল জেলার ভূঞাপুর ও গোপালপুর উপজেলা থেকে মনিটরিং কমিটির ৩২জন সদস্য অংশ গ্রহণ করেন।
দিনব্যাপী ওরিয়েন্টেশন পরিচালনায় ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উপ-পরিচালক জমিরুল ইসলাম, ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর। সার্বিক সহযোগিতায় ছিলেন এলাকা সমন্বয়কারী এএনএন নাজমুল হাসান। ওরিয়েন্টেশন শেষে নির্বাচনী চক্র, সহিংসতা কি, সহিংসতার ধরণ সম্পর্কিত বিষয়ে প্রাক মূল্যায়ন অনুষ্ঠিত হয়।