সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি মেয়র মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত
গাজীপুর সিটি মেয়র মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮ মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে দেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট৷একই সঙ্গে তার সাময়িক বরখাস্ত করে জারি করা প্রজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে৷
১১ এপ্রিল সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন৷
আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন৷
২০১৫ সালের ১৯ আগস্ট ফৌজদারি মামলা থাকায় মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়৷ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি করপোরেশন-২ শাখার) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই বরখাস্তের আদেশ দেয়া হয়৷
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ২০১৫ সালের ১২ মে গৃহীত হয়৷
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) মোতাবেক সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজধারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে৷ এই ক্ষমতাবলে এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো৷
পরে বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মেয়র মান্নান৷ সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত এই আদেশ দেন৷
২০১৫ সালের ৪ ফেব্রম্নয়ারি বুধবার রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়৷
মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন৷