শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বুদ্ধিজীবী দিবসে বিশ্বনাথে শ্রদ্ধাঞ্জলী অর্পন
বুদ্ধিজীবী দিবসে বিশ্বনাথে শ্রদ্ধাঞ্জলী অর্পন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ স্মৃতিস্তম্বে শহীদ বুদ্দিজীবী স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) স¤্রাট হোসেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডের কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার রনজিৎত ধর রন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রকৌশলী আবু সাঈদ, নির্বাচন কর্মকর্তা আলতাব হোসেন, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাসেল ভুইয়া, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ শিকদার প্রমুখ।
এদিকে সন্ধ্যায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের পুরাণ বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ-ওসমানীনগরের সাংবাদিকদের সাথে
তৃণমূল বিএনপির প্রার্থী মল্লিকের মতবিনিময়
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিমিয় করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে তৃণমূল বিএনপির মনোনীত ‘সোনালী আঁশ’ প্রতীকের প্রার্থী যুক্তরাজ্যের আইনজীবি আব্দুর রব মল্লিক।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আসনের উন্নয়ন করতে সকল সাংবাদিকদের সহায়তা চান।
সভায় সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুর রব মল্লিক বলেন, আমি যুক্তরাজ্যে আইন পেশায় জড়িত রয়েছি। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও পারিবারিকভাবে বিশ্বনাথ-ওসমানীনগরের মাটি ও মানুষের উন্নয়ন কাজে নিয়োজিত আছি। দুই উপজেলার শিক্ষা, ক্রীড়া, যোগাযোগ, আর্থসামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করছি।
আমি নির্বাচিত হলে প্রযুক্তিগত কারিগরী শিক্ষার মাধ্যমে বিশ^মানের দক্ষ মানুষ তৈরি, নদী-খাল পুনঃখনন করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন, বেকার সমস্যা নিরসনে যুক্তরাজ্যে বসবাসরত আমাদের প্রজন্মকে দেশে এনে বিনিয়োগ করিয়ে ও সরকারের সহযোগীতা নিয়ে শিল্প কারখানা স্থাপন করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করবো ওই নির্বাচনী আসনে।
তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগীতা চাই।
মতবিনিময় সভায় এলাকার মুরব্বী হাফিজ সৈয়দ মাওলানা মুছলেহ উদ্দিন, সাহাব উদ্দিন সাবুল, আনহার আলী, কামরুল ইসলাম, জমশেদ আলী, ওয়াছিদ উল্লাহ, হুসমত উল্লাহ, নুর আলী প্রমূখ নেতৃবৃন্দ ও দুই উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।