শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুড়ে ছাই
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুড়ে ছাই
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে আট ব্যবসা-প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টা ও ১টার দিকে উপজেলার মিঠাছরা উত্তর বাজার নজরুল ইসলাম টিপুর মার্কেটে ও উত্তর তালবাড়িয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগে সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে তাদের প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন আনোয়ার হোসেনের মুদি দোকান, রফিকুল ইসলামের ডেকোরেটরের দোকান, খোকনের দু’টি দোকান, সাইফুল ইসলামের লাইটিংয়ের দোকান, ফার্নিচারের গোডাউনসহ নয়টি দোকান।
অন্যদিকে, মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকায় আব্দুল হাইয়ের টিনশেড ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে খোকনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখায় মুহূর্তে আটটি দোকানের সব মালামাল পুড়ে মাটিতে মিশে গেছে। আমরা একেবারে পথে বসে গেছি। কিভাবে মাথা তুলে দাঁড়াবো বুঝতেছি না।
মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, মিঠাছরা বাজারে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। অন্যথায় আরো বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন বলেও জানান তিনি।
ওলামা লীগের সদস্য সচিব হলেন কাজী ফারুক
মিরসরাই :: চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের আলহাজ্ব কাজী করিমুল হক চৌধুরী (ফারুক)। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী ওলামালীগ আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
জানা গেছে,দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চট্টগ্রাম উওর জেলা আওয়ামী ওলামা লীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
এসময় হারুন শাহ মোজাদ্দেদীকে আহবায়ক ও আলহাজ্ব কাজী করিমুল হক চৌধুরী ফারুককে সদস্য সচিব মনোনীত হয়। কেন্দ্রীয় সভাপতি- ড.কে.এম.আব্দুল মমিন সিরাজী ও সাধারণ সম্পাদক-মো.আমিনুল হক স্বাক্ষরিত আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
আলহাজ্ব কাজী করিমুল হক চৌধুরী ফারুক মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের কৃতি সন্তান। হিঙ্গুলী চিনকীরহাট রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, বারইয়ারহাট কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, পূর্ব হিংগুলী বাইতুলবারী জামে মসজিদের ও পূর্ব হিংগুলী মোহম্মদপুর ইসলামী একাডেমির সাধারণ সম্পাদক। বাংলাদেশ কাজী কল্যান সমিতি মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চিনকিরহাট চৌধুরী কমিউনিটি সেন্টারের পরিচালক । তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কাজে জড়িত রয়েছেন।