শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে যথাযোগ্য মহান বিজয় দিবস পালিত
ঘোড়াঘাটে যথাযোগ্য মহান বিজয় দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরপর সকাল ৮টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, ঘোড়াঘাট থানা, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও সামজিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মানীর চেক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ইউপি চেয়ারম্যানগণ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ অনেকে উপস্থিত ছিলেন।