শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার জনসমুদ্রে পরিনত
মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার জনসমুদ্রে পরিনত
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: মহান বিজয় দিবসে স্বাধীনতার অকুতোভয় সৈনিক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার ১৬ ডিসেম্বর ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আসা মানুষের জনসমুদ্রে পরিনত হয়।
শহীদ বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, পরে সিলেট সিটি কর্পোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন।
এরপর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট চেম্বার অব কমার্স, সিলেট মেট্রোপলিটন চেম্বার, সিলেট উইমেনস চেম্বার, সড়ক বিভাগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট, সময়ের আলাপ,
উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপি নানা কর্মসুচী আয়োজন ও পালন করেছে।
মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি
সিলেট :: মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার ১৬’ই ডিসেম্বর সকাল ১০টায় সিলেট মহানগরীর চৌহট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এবং বিকাল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় নগরীর ৫৩নং সমবায় ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মহান বিজয়ের দীর্ঘ ৫২ বছরে দেশবাসী পদার্পণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে পাক হানাদারদের পরাজিত করে এই বিজয় আনেন। বিজয় গাঁথা এই গৌরব ধরে রাখতে জাতিকে আরো সচেতন করতে তৎকালীন সাড়ে ৭ কোটি বাঙালির মধ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেয়া তৎকালীন আওয়ামীলীগ নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সংগঠক, বুদ্ধিজীবী তালিকা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করার জন্য একটি প্রকল্প গ্রহণ করে শুমারী করতে হবে।
সভায় বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি মোঃ হোসেইন কবির, সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক লেখক মনজুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ আহমেদ, গুলজার হোসেন নেছার, জয়দ্বীপ চক্রবর্তী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ইউসুফ শেলু, অনলাইন মিডিয়াকর্মী মোঃ আলমগীর আলম, এম.এ ওয়াহিদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র শ্রদ্ধা নিবেদন
সিলেট :: মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার ১৬’ই ডিসেম্বর বেলা ১২ টায় সিলেট মহানগরীর চৌহট্টায় কেন্দ্রীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এর কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। মহান স্বাধীনতা যুদ্ধের অগণিত শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএমএসএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) মোঃ সবুজ আহমেদ, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোহন আহমেদ।
গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক সিলেট বিভাগ বিএমএসএস, ফারজানা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক সিলেট বিভাগ, মাওলানা মাছুমুর রহমান সাংগঠনিক সম্পাদক বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থা, ফয়জুর রহমান ফয়েজ যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থা, মোঃ হেলু আহমেদ আহ্বায়ক আল্ ইসলাহ্ একতা কল্যাণ সংস্থা, মোঃ আব্দুর রহিম সহ অর্থ সম্পাদক বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থা সহ পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন , সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।