সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সাতকানিয়া পৌরসভায় মাদক: কাউন্সিলরের ভাতিজা জড়িত
সাতকানিয়া পৌরসভায় মাদক: কাউন্সিলরের ভাতিজা জড়িত
সাতকানিয়া প্রতিনিধি :: (১১ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.৩০মিঃ) সাতকানিয়া পৌরসভায় মাদক কাউন্সিলরের ভাতিজা জড়িত । সাতকানিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলার নরুল হক নরুল্লাহর ছত্র ছায়ায় মাদকের ব্যবসার করে যাচ্ছে কাউন্সিলরের ভাতিজা জড়িত ও তার ভাই আলম । মাদকের অপরাধে সদ্য জেল থেকে মুক্ত পাওয়ায় মিজান ও তার বস্ধু নুরুল্লাহ কাউন্সিলারের ভাতিজা রায়হানও এই সংঘবদ্ধ দলের সাথে জড়িত আছে বলে জানা গেছে। কমিশনার বিরোধীদের লোকজনকে বিভিন্ন মামলায় জড়িয়ে দিচ্ছে বলে জানা যায়।
এলাকার লোকজন বলেন, লোক দেখায় কমিশনার মাদক বিরোধী বক্তব্য দিলেও ঠিকই তার ভাই আলম মাদকের ব্যবসা করে যাচ্ছে । এতে কমিশনারের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে । এ ব্যাপারে কমিশনার নুরুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদকের বিষয় অস্বীকার করেন। তার ভাইয়ের সাথে তার কোন সর্ম্পক নেই বলে জানান। সম্প্রতি মাদক সেবন কালে তিনি ০৪ জনকে পুলিশের হাতে তুলে দেন বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, টাকার ভাগ দেয়নি বলে কমিশনার তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে।
কাউন্সিলরের ভাতিজা জড়িত ও ভাই আলম কে গ্রেফতার করে তদন্ত করলে মাদকে ব্যবসার রহস্য জানা বলে এলাকার লোক জন জানান। এব্যাপারে সাতাকনিয়া থানা পুলিশ পদক্ষেপ নিলে আসল ঘটনা জানা যাবে এবং সাতকানিয়া মাদক মুক্ত হবে ।