বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কুঁড়ে ঘরে শিকল বন্দি ছিলো বৃদ্ধা মা অবশেষে মুক্তি
কুঁড়ে ঘরে শিকল বন্দি ছিলো বৃদ্ধা মা অবশেষে মুক্তি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: অবশেষে রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে শিকলবন্দি দশা থেকে মুক্ত হয়েছে বৃদ্ধ মরিয়ম বেগম। এই নিয়ে রাউজানের সংবাদকর্মীরা দেশের পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে দৃষ্টি আকর্ষণ হয় উপজেলা প্রশাসনের। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা স্থানীয় ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়–য়াকে নিয়ে শিকলবন্দি নারীর অবস্থা দেখতে যান। তিনি এসময় শিকলবন্দি অবস্থায় মরিয়ম বেগমকে দেখে বিষ্মিত হন। তিনি তাৎক্ষণিক তাকে বন্দি দশা থেকে মুক্ত করে দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা করাতে প্রবাসী ছেলের পুত্র বধুকে নিদেশ প্রদান করেন। একই সাথে এই নিদেশ পালন করা হচ্ছে কিনা তা দেখতে স্থানীয় ইউপি মেম্বার আবদুল খালেককে দায়িত্ব দেন। ইউএনও এসময় স্থানীয়দের উদেশ্যে বলেন এই অনমানবিক অবস্থা দেখে তিনি বিষ্মিত। এই ধরণের ঘটনা যাতে আর কোনো সমাজে না ঘটে সেদিকে সচেতন সকলকে লক্ষ্য রাখতে হবে।
উল্লেখ্য এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী মরিয়মের ছেলে মামুন প্রবাসী। মানষিক রোগাক্রান্ত মাকে গত দুই বছর ধরে পায়ে শিকল দিয়ে রেখেছিল কুঁড়ে ঘরের একটি কক্ষে নোংড়া পরিবেশে। পুত্র ও পুত্র বধুর দাবি তিনি পাগল অবস্থায় থাকায় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ভয়ে তারা বন্দি অবস্থায় রেখেছিলেন।