রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে নৌকা প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মিরসরাইয়ে নৌকা প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে নৌকা প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মীরা ব্যনার পোস্টার লাগাতে গেলে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহুলের কর্মীরা বাধা দেয়ায় শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটা দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছদমা দীঘী নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মীরা ব্যানার পোস্টার লাগাতে গেলে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহুলের কর্মীরা বাধা প্রদান করে এবং ঐসময় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল হককে নৌকার কর্মীরা আক্রমণ করে এবং বেদম প্রহার দেয়। স্থানীয়রা জানান এরা নৌকা প্রার্থী মাহবুবুর রহমান রুহুলের কর্মী এবং স্থানীয় ভাবে নাছির উদ্দীন দিদারের অনুসারী।
মারামারির এক পর্যায়ে ঘটনাটি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনকে অবহিত করলে তিনি সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত প্রেরণ করেন। এই সময় ভ্রাম্যমাণ আদালত টিম সরেজমিনে হাজির হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হলে আবুল বশর প্রকাশ আইয়ুব খান (৬০) কে দুই হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এমন ঘটনা হলে আরও কঠোর হুশিয়ারী দেওয়া হয় সেই সাথে আহত জহুরুল হক সহ স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের আশ্বস্ত করা হয়।
এই ঘটনায় আরও জড়িতরা হলেন, আজিম উদ্দিন (৩২),নাঈম উদ্দিন(২৬),সুদীর চন্দ্র নাথ সহ আরও দশ থেকে বারোজন বলে জানান আহত জহুরুল হক।
এই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সাবেক চেয়ারম্যান মকসুদ আহমেদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী কৃষকলীগের সদস্য আবুল কাশেম কন্ট্রাক্টদার সহ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিআইপি নির্বাচিত হলেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন
মিরসরাই :: দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা। বুধবার (২০ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোহাম্মদ জিয়া উদ্দিনের নাম ঘোষণা করেন। জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জিয়া উদ্দিন ব্যবসায়ীক ক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতি সিআইপির মর্যাদা পাওয়ায় মিরসরাইবাসীসহ বাঙালী কমিউনিটির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ অভিনন্দন জানান। মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি মিরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের মোহাম্মদ আবদুল হাই ও ফাতেমা বেগমের সন্তান।
উল্লেখ্য, দুই বছরের জন্য নির্বাচিত সিআইপিদের সুবিধাগুলোর মধ্যে রয়েছে সরকারের দেওয়া পরিচয়পত্র দিয়ে সচিবালয়ে প্রবেশ, সংশ্লিষ্ট বিষয়ে সরকারী বিভিন্ন নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হওয়ার যোগ্যতা, দেশে-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে অতিথি এবং বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। এছাড়া সিআইপিরা বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ও স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন। সিআইপিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রবাসী সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতোই সুযোগ-সুবিধাও পাবেন।