সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে মিরসরাইয়ে জরিমানা
নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে মিরসরাইয়ে জরিমানা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রবিবার ২৪ ডিসেম্বর বেলা দুইটার দিকে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পুর্ব মস্তানগর (সোনাপাহাড়) এলাকায় মস্তান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকার মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের পক্ষে নির্বাচনী সভা আহবান করা হয়।
এতে মস্তান নগর এলাকার প্রায় হাজার খানেক পুরুষ মহিলা এবং শিশুদের একত্রিত করা হয়।
দুপুরে সবাইকে সভা উপলক্ষ্যে প্যাকেট করা খাবার বিতরণ করা হয়। বিষয়টি উপজেলা ভ্রাম্যমাণ আদালত এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নজরে আসলে তিনি অভিযান পরিচালনা করেন এবং ঘটনার সত্যতা পান।
এই সময় তিনি বায়জিদ উল আলম নামে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের এক কর্মীকে বিশ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত জানান, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১০(চ) অনুযায়ী এই জরিমানা এবং মামলা করা হয়।
স্থানীয়রা জানান এরা নৌকা প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের কর্মী এবং করীম মাষ্টারের অনুসারী হিসেবে নিজেকে জাহির করে।
উল্লেখ্য যে,গত ২৩ তারিখ (শনিবার) স্বতন্ত্র প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে কর্মীদের মারধরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নৌকার প্রার্থী মাহবুবুর রহমানের কর্মী আবুল বশর প্রকাশ আইয়ুব খান (৬০) কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।