মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড় দিন উৎযাপন
ঘোড়াঘাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড় দিন উৎযাপন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রার্থনা, কেককাটা, আনন্দ উৎসবের মধ্য দিয়ে মনোমুগ্ধকর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে।
সোমবার ২৫ ডিসেম্বর সকাল ৭ টা থেকে গীর্জা ও চার্চে প্রার্থনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীর সকল বয়সের নারী-পুরুষ সমবত হন। ১ ঘন্টার বেশি সময় ধরে চলে প্রার্থনা। গীর্জা ও চার্চ এলাকায়
বিভিন্ন ধরনের আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
উপজেলার ৭২টি গীর্জা ও চার্চের বাহির-ভিতরে সাজানো হয়েছে বিভিন্ন রঙের ফুল, কাপড়, আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি এবং প্রতিকী গোয়ালঘর। আনন্দে বিমোহিত খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বিশেষ করে শিশুদের আনন্দ চোখে পরার মতো। মারিয়ামপুর মিশন, রামেশ্বরপুর, বুলাকীপুর, কালুপুকুর সহ সকল চার্চে প্রার্থনার পর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড় দিন উপলক্ষে গীর্জা ও চার্চগুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু প্রমুখ।