মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পরবাস » বাংলাদেশের বদরুল আমেরিকার পুলিশ অফিসার
বাংলাদেশের বদরুল আমেরিকার পুলিশ অফিসার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বালাদেশী যুবক একজন মেধাবী ছাত্র ছিলেন বদরুল ইসলাম ৷ এমসি কলেজে বিএ অনার্সে অধ্যয়নরত থাকাকালীন সময়ে ডাক আসে আমেরিকা যাওয়ার ৷ সেই ডাকে বদরুল ইসলাম আমেরিকায় চলে যান ৷ সেখানে গিয়েও বদরুল ইসলাম পড়ালেখা করেন ৷ পড়ালেখা শেষে বদরুল ইসলাম আমেরিকা পুলিশ অফিসার পদে আবেদন করলে বদরুল ইসলামের মেধা ও যোগ্যতা বলে পুলিশ অফিসার পদে নিয়োগ পান ৷ বদরুল ইসলাম বাংলাদেশের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুরগাঁও (মিলিটারীবাড়ি) গ্রামের সৈয়দ আব্দুর রাজ্জাক ও শাহাবান বিবি দম্পতির ৩য় পুত্র ৷
খোঁজ নিয়ে জানা গেছে, বদরুল ইসলামের চাচা মরহুম হাজী তাহির আলী, ল্যান্সনায়েক মরহুম নরমুজ আলী ও মরহুম সুরুজ আলী, হাজী মো. আপ্তাব আলী বাংলাদেশ মিলিটারী হিসেবে দীর্ঘদিন চাকুরী করেছেন ৷
বদরুল ইসলাম জনকল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাশ করে ভর্তি হন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে তিনি ওই বিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে এসএসসি পাস করেন ৷ এসএসসি পাস করার পরে বিশ্বনাথ ডিগ্রী কলেজ থেকে এইচ এসসি পাস করে ৷ পরে বদরুল ইসলাম সিলেটের এমসি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হন ৷ তিনি অনার্সে অধ্যয়নরত অবস্থায় আমেরিকায় চলে যান ৷ বদরুল ইসলাম ১ বোন ৫ ভাইয়ের মধ্যে ৪র্থ ৷