শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » রামগড়ে অবৈধ তিন করাতকল মালিককে অর্থদন্ড
রামগড়ে অবৈধ তিন করাতকল মালিককে অর্থদন্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে অনুমোদনহীন ৩টি অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পাতাছড়া ইউপিতে অবৈধভাবে গড়ে উঠা ২টি এবং রামগড় পৌরসভায় ১টি করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
এ সময়, পাতাছড়ায় অবস্থিত মোশারফ হোসেনের করাতকল ও একই ইউনিয়নের নাকাপায় অবস্থিত মো. ইউনুস মেম্বারের করাতকলকে লাইসেন্স বিধিমালা ২০১২(৩) ধারা ভঙ্গের অপরাধে(১২) ধারায় ১০হাজার টাকা করে ২করাতকলকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, রামগড় পৌরসভায় অবস্থিত কাজী করাতকলকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বন বিভাগের সোনাইপুল বিট কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান বলেন, রামগড়ে বেশিরভাগ করাতকলগুলো লাইসেন্স বিহীন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রাথমিকভাবে আর্থিক জরিমানা করার পাশাপাশি করাতকল মালিকদের বৈধ অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়েছে।
রামগড় উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, রামগড় উপজেলায় অবৈধ এসব করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। লাইসেন্স বিহীন সকল করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রামগড় থানার পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রামগড়ে সহস্রাধিক ইয়াবাসহ আটক-১
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির পার্বত্য জেলার রামগড়ে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মো: আফসার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের গণপাঠাগারের সামনে থেকে ১হাজার ৩০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক যুবক মো: আফসার ফটিকছড়ির ভুজপুরের দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামের মো: হানিফের ছেলে।
রামগড় থানার ওসি দেব প্রিয় দাস জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।