শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » ৩১ ডিসেম্বর ইউপিডিএফ-মূল এর প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হবে
৩১ ডিসেম্বর ইউপিডিএফ-মূল এর প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হবে
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নববর্ষ ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ভয়ভীতি-মুক্ত নিরাপদ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও বর্ষ বিদায় উপলক্ষ্যে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৩, রবিবার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এবং চট্টগ্রাম ও ঢাকায় একযোগে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালনের কর্মসূচি গ্রহণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)। কর্মসূচি সফল করতে ‘বর্ষবিদায় ও বর্ষবরণ কমিটি’ নামে একটি কমিটিও গঠন করা হয়েছে। গত ২০ ডিসেম্বর পানছড়িতে বিপুল চাকমাসহ চার শহীদের স্মরণসভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
কর্মসূচি বিষয়ে ইউপিডিএফের বর্ষবিদায় ও বর্ষবরণ কমিটির পক্ষ থেকে আজ শনিবার (৩০ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “শহীদ বিপুল-সুনীল-লিটন-রুহিনের স্মৃতি রবে চির অম্লান,সকল অন্যায়-অবিচার-নিপীড়ন দূর হয়ে যাক” শ্লোগানে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৩, রবিবার সন্ধ্যার সময় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ধুধুকছড়া থেকে উপজেলার বিভিন্ন স্থানে; খাগড়াছড়ি জেলা শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে; দীঘিনালা, মহালছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন স্থানে; রাঙামাটি জেলার সদর উপজেলার কুদুকছড়িসহ বিভিন্ন স্থানে; কাউখালী, নান্যাচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম ও ঢাকায় একেযোগে সাইরেন বাজিয়ে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও এলাকার জনগণ অংশগ্রহণ করবেন।
কমিটির পক্ষ থেকে এলাকার শিশু-কিশোর-কিশোরী, ছাত্র-যুবক-যুবতিসহ সর্বস্তরের সাধারণ জনগণকে নিজ নিজ উদ্যোগে মোমবাতি কিংবা সুতায় তৈরি প্রদীপ সহকারে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
পানছড়িতে মোটর সাইকেল আরোহীর ওপর গুলির ঘটনায় ইউপিডিএফ জড়িত নয়
খাগড়াছড়ির পানছড়িতে “খাগড়াছড়িতে ইউপিডিএফ’র গুলিতে বাঙালি মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১” শিরোনামে ‘আলোকিত রাঙামাটি’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরটি সর্বৈব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহিন ও এ ধরনের কোন ঘটনার সাথে ইউপিডিএফ-মূল জড়িত নয় বলে জানিয়েছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর ২০২৩) রাতে সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি বলেন, গত ১১ ডিসেম্বর ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের চার নেতাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফের চলমান আন্দোলনকে বানচাল করে দেয়ার লক্ষ্যে এ ধরনের ঘটনার সাথে ইউপিডিএফকে জড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।
বিবৃতিতে তিনি বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।