মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রির অপরাধে কসাইকে জরিমানা
খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রির অপরাধে কসাইকে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: মরা ছাগলের মাংস বিক্রির অপরাধে খাগড়াছড়ি বাজারে কসাইকে ভ্রাম্যমাণ আদালতে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ২ জানুয়ারি বিকালে কসাই ওয়াসিমকে এই অর্থদন্ড (জরিমানা) দেয়া হয়। সে খাগড়াছড়ি সদর মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে।
জানা যায়, কসাই ওয়াসিম মরা ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে আনলে স্থানীয় ক্রেতা সাধারণ বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ তাকে আটক করে।
খবর পেয়ে খাগড়াছড়ি ভেটেরিনারি সার্জন ডা. মো. সিরাজ ঘটনাস্থলে গিয়ে মরা ছাগল বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে মোবাইলফোনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিনকে অবগত করা হলে তিনি কসাই ওয়াসিমকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।